সরকারি কর্মকর্তাদের দেওয়া সোয়া ২ কোটি টাকা আদায়ের সুপারিশ

0

লোকসমাজ ডেস্ক॥ সরকারি নির্দেশ লঙ্ঘন করে কর্মকর্তা-কর্মচারীদের আয়কর ব্যাংকের তহবিল থেকে পরিশোধ করায় রূপালী ব্যাংকের আর্থিক ক্ষতি ২ কোটি ৩২ লাখ ৬৮ হাজার ৫১ টাকা আদায়ের সুপারিশ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, মো. জাহিদুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশ লঙ্ঘন করে রূপালী ব্যাংকের আর্থিক সহায়তা নিয়েছেন তাদের মধ্যে সেসব কর্মকর্তা/কর্মচারী এরইমধ্যে মারা গেছেন, তাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে অর্থ আদায় মওকুফ করতে রূপালী ব্যাংক পরিচালক পরিষদকে বলা হয়। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, ডেপুটি গর্ভনর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।