চীনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ভারতের একসঙ্গে থাকার প্রত্যয়

0

লোকসমাজ ডেস্ক॥ আঞ্চলিক নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি চীনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীনকে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ কথা বলেছেন। বার্ষিক কৌশলগত আলোচনায় অংশ নিতে সোমবার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে সঙ্গে নিয়ে ভারতে সফরে গিয়েছেন পম্পেও। এমন সময় দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলো যখন চীনের সঙ্গে লাদাখ অঞ্চল নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে ভারত।
বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমাদের মতো দুটি গণতান্ত্রিক দেশের আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য আজ নতুন সুযোগ। নিশ্চিতভাবেই এর জন্য আরও অনেক বেশি কাজ করতে হবে। আমাদের আজ অনেক আলোচনা রয়েছে : উহান থেকে শুরু হওয়া মহামারি নিয়ে আমাদের সহযোগিতা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি চীনা কমিউনিস্ট পার্টির হুমকি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উন্নয়ন।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে নিজের প্রচারণায় চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এশিয়া চীনের আঞ্চলিক প্রভাব ঠেকাতে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে মিত্রতা জোরদারে কাজ করছেন পম্পেও।