মনিরামপুরে পাঁচ শহীদকে শ্রদ্ধায় স্মরণ

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে পাঁচ শহীদ স্মরণে বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার চিনাটোলার হরিহর নদীর তীরে বধ্যভূমিতে শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। শহীদদের জীবনীর ওপর আলোচনসভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল জব্বার। শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা কমরেড গাজী আবদুল হামিদের পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি(মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাকির হোসেন, যশোর জেলা সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু, আসাদ স্মৃতি সংসদের কমরেড আবুল বাশার সাইফুদ্দৌলা, ৭১ এর গবেষক ও লেখক শেখ আমজাদ হোসেন, নারী মুক্তি সংসদের জেলা সভানেত্রী সকিনা বেগম দিপ্তী, কমরেড শেখর বিশ্বাস, মুক্তিযোদ্ধা হেরমত আলী, কবি শান্তনু চক্রবর্তী, ছাত্রমৈত্রী নেতা প্রণব রায় প্রমুখ।
এর আগে শহীদ সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটি, ওয়ার্কাস পর্টি(মার্কসবাদী), আসাদ স্মৃতি সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ছাত্রমৈত্রী, নারী মুক্তি সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। ১৯৭১ সালের ২৩ অক্টোবর পাকহানাদার বাহিনীর হাতে স্বাধীনতাকামী পাঁচ সূর্য্য সন্তান শহীদ হন মনিরামপুরের চিনাটোলা বাজারের পাশে হরিহরনদীর তীরে। এর মধ্যে আশিকুর রহমান তোজো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালিন ছাত্র ছিলেন। তিনি যশোরের প্রখ্যাত আইনজীবী সোহরাওয়ার্দী ও মাওলানা ভাষানীর ঘনিষ্ট সহচর অ্যাডভোকেট হাবিবুর রহমানের ছেলে। আসাদুজ্জামান আসাদ ছিলেন যশোরের এমএম কলেজের ছাত্র সংসদের ভিপি। সিরাজুল ইসলাম শান্তি ছিলেন জেলা কৃষক সংগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আহসান উদ্দিন খান মানিক ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের(মেনন) সভাপতি এবং ফজলুর রহমান ছিলেন মেধাবী ছাত্র।