সাদা স্ট্যাম্পে সই না করায় মারপিটের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার সদুল্যাপুর গ্রামে আমিনুল ইসলাম খান নামে এক ব্যক্তির কাছ থেকে সাদা স্ট্যাম্পে সই করে নেওয়ার চেষ্টা ও তাকে মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার ৬ জনকে আসামি করে মামলাটি করেছেন ভুক্তভোগী আমিনুল ইসলাম খান। তিনি একই গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে। মামলার আসামিরা হচ্ছেন-বাদী আমিনুল ইসলাম খানের ৩ ভাই আনোয়ার হোসেন খান (৫০) আনিসুর রহমান খান (৪০) ও আলতাফ হোসেন খান (৫৭), জগন্নাথপুর গ্রামের মৃত মহাসিন খানের ছেলে শহিদুল ইসলাম (৩৮), কেফায়েতনগর গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্যার ছেলে মফিজুর রহমান (৪২) ও বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে নওয়াব আলী মোল্যা (৬০)। বাদীর অভিযোগ, উল্লিখিত আসামিদের সাথে তার জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। গত ২০ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে আসামি আনোয়ার হোসেন খান, আলতাফ হোসেন খান ও আনিসুর রহমান তাকে ডাক দিলে তিনি সরল বিশ্বাসে বসুন্দিয়া মোড়ের তেমাথা নামক স্থানে যান। সেখানে যাওয়ার পর তিনি দেখতে পান যে, অন্য আসামিরা লোহার রড ও গাছিদাসহ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন। এ সময় আসামিরা একটি অলিখিত (সাদা) স্ট্যাম্পে তাকে সই দিতে বলেন। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়।