নড়াইলে দেড় শ বছরের পুরনো মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলের হাটবাড়িয়ায় জমিদারদের স্মৃতিবিজড়িত ১৫০ বছরের পুরনো মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ১৫০বর্ষের এই মন্দির এ বছর সেজে উঠেছে অপরুপ সাজে। নির্মাণ করা হয়েছে দুর্গা প্রতিমা। আলোকসজ্জা ও জয় ঢাক, শঙ্কের ধনীতে মুখরিত হচ্ছে মন্দির প্রাঙ্গণ। জেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে ধর্মপ্রাণ মানুষ। বেদমন্ত্র ও চন্ডিপাঠের প্রাণবন্ত সুর ছড়িয়ে পড়ছে মন্দির প্রাঙ্গণে। মন্দির কমিটির সভাপতি, সাংবাদিক অশোক কুন্ডু বলেন, দীর্ঘ লড়াইয়ের পর নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ি রক্ষা কমিটি ভূমিদস্যুদের হাত থেকে এই জায়গা উদ্ধার করেছে। এলাকাবাসী এ বছর এই মন্দিরে পূজা উদযাপন করছে। এখন থেকে প্রতিবছর এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এ বছর জেলায় ৫৪০টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সদরে ২৩৮, লোহাগড়ায় ১৫১ ও কালিয়ায় ১৫১টি মন্ডপে দুর্গপূজা অনুষ্ঠিত হচ্ছে।