বাজারে আলু, পেঁয়াজ ও সাদা মাছের দাম কমেছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাজারে সপ্তাহের ব্যবধানে সবরকম চালের দাম প্রতি কেজিতে ১ টাকা কমেছে। আলু ও পেঁয়াজেও কমেছে ৫ টাকা করে। সরবরাহ বেড়ে কমেছে সাদা মাছের দামও। তবে প্রতি কেজি লুজ সয়াবিন তেলে বেড়েছে ২ টাকা, ৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে সবজি ও গরু-খাসির মাংসের দাম। গতকাল শুক্রবার যশোরের বড়বাজারে প্রতি কেজি স্বর্ণা চাল খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে মানভেদে ৪২ থেকে ৪৩ টাকা, বিআর-২৮ চাল ৪৬ থেকে ৪৮ টাকা, কাজললতা ৪৮ থেকে ৪৯ টাকা আর বাংলামতি ৫৪ থেকে ৫৬ টাকা। চাল বাজারের বিক্রেতা পিংকী স্টোরের স্বত্বাধিকারী সুশীল বিশ^াস জানান, এ সপ্তাহে সবরকম চালের দাম ১ টাকা করে কমেছে। বাজারে আলু-পেঁয়াজের দামও প্রতি কেজিতে ৫ টাকা করে কমেছে। গতকাল আলু বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে, গত সপ্তাহে ছিল ৪৫ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকায়, গত সপ্তাহে ছিল ৮৫ থেকে ৯০ টাকা।
এ সপ্তাহে সরবরাহ বেড়ে বাজারে সাদা মাছের দামও বেশ খানিকটা কমে বিক্রি হতে দেখা গেছে। গতকাল ৬/৭ পিস গলদা চিংড়ি প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি হয়েছে, গত সপ্তাহে দর ছিল ১০০০ টাকা। ৪/৫ পিস বেলে মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে ৮০০ টাকা, গত সপ্তাহে ছিল ১০০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি রুই মাছ ২২০ টাকা, প্রতি কেজি কাতল মাছ ১৮০ টাকা, ১০/১৫ পিস চাষের শিং মাছ প্রতি কেজি ৫০০ টাকা, ৪/৫ পিস চাষের মাগুর মাছ প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা, প্রতি কেজি আড় মাছ ৮০০ টাকা, ৪/৫ পিস পাবদা মাছের কেজি ৮০০ থেকে ৯০০ টাকা, প্রতি কেজি শোল মাছ ৭০০ থেকে ৮০০ টাকা, ১৪/১৫ পিস পাবদা মাছের কেজি ৪০০ টাকা, ১৫/২০ পিস বাগদা চিংড়ি প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা দরে শুক্রবার মাছ বাজারে বিক্রি হতে দেখা গেছে। এ সপ্তাহে সয়াবিন তেলের দাম প্রতি কেজিতে ২ টাকা বেড়ে শুক্রবার বিক্রি হয়েছে ১০০ টাকায়। বড়বাজারের খুচরা তেল বিক্রেতা রবি ব্যানার্জি জানান, ভোজ্যতেলের বাজার এখনও স্থিতিশীল হয়ে ওঠেনি। এদিন পাম তেল প্রতি কেজি ৯০ থেকে ৯১ টাকা, সুপার তেল ৯৪ টাকা ও সরিষার তেল প্রতি কেজি ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি হয়েছে। এদিকে বাজারে সবজির দাম এ সপ্তাহেও এক জায়গায় স্থির রয়েছে। শুক্রবার শিম বিক্রি হয়েছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, ফুলকপি ১০০ থেকে ১২০ টাকা, উচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, কাঁচকলা ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, পটল ৪৫ থেকে ৫০ টাকা, ঝিঙে ৪০ টাকা ও কুমড়ো ৪০ টাকা। বাজারে ব্রয়লার মুরগির দাম এ সপ্তাহে কিছুটা বেড়েছে। শুক্রবার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১২৫ থেকে ১৩০ টাকা, গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১২৫ টাকা। এদিন সোনালী মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৯০ টাকা, লেয়ার মুরগি ২২০ টাকা ও দেশি মুরগি ৩৮০ টাকা দরে। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। গরুর মাংস প্রতি কেজি ৫০০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা আর ছাগীর মাংস বিক্রি হয়েছে ৬০০ টাকা দরে।