পাটুরিয়া-দৌলতদিয়া যানবাহনের চাপে নাকাল

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া দিনভর বাড়তি যানবাহনের চাপে নাকাল অবস্থায়। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত শত শত যানবাহনকে ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার আসলেই পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহন থাকে। এর পর দুর্গা পূজা, শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় বাড়তি যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত প্রায় সাত শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, শুক্রবার সারা দিন পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপে নাকাল ছিল। ৭-৮ ঘণ্টা অপেক্ষা করে ফেরিতে উঠতে হয়েছে যানবাহনগুলোকে। ছোট-বড় মিলে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করাতে কমে আসতে শুরু করেছে যানবাহনের সংখ্যা। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পাটুরিয়ার দুই ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক, দুই শতাধিক ব্যক্তিগত যানবাহন ও শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় আছে। এর বাইরে শিবালয় থানা উথুলি সংযোগ মোড়েও যানবাহন আটকে রাখা হয়েছে।