ইউরোপিয়ান সুপার লিগে সমর্থন নেই ফিফার

0

লোকসমাজ ডেস্ক॥ গত মঙ্গলবার স্কাই নিউজ এক প্রতিবেদনে জানায় ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও স্পেনের ১২টিরও বেশি ক্লাব একজোট হয়ে ইউরোপিয়ান সুপার লিগ নামে নতুন এক প্রতিযোগিতা প্রচলনের পরিকল্পনা করেছে। ২০২২ সাল থেকে শুরু করতে চাওয়া প্রস্তাবিত এই টুর্নামেন্ট আদতে ফিফার বিশ্ব ক্লাব কাপের বিকল্প যাতে ফিফারও সমর্থন আছে। ফিফা এ নিয়ে প্রথমে কোনও মন্তব্য করতে অস্বীকার করলেও অবশষে মুখ খুলেছেন জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার ফিফা সভাপতি বলেছেন, ইউরোপিয়ান সুপার লিগের ব্যাপারে ফিফার কোনও আগ্রহ নেই। জার্মান সংবাদপত্র আরজাওয়ার জেইটুংয়ে প্রকাশিত সাক্ষাৎকারে জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, নতুন করে সাজিয়ে তোলা ২৪ দলের ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজনের দিকেই ফিফার যত মনোযোগ, যেটি প্রথমবারের মতো চীনে আয়োজিত হবে ২০২২ সালে। ‘ফিফা প্রেসিডেন্ট হিসেবে আমি ক্লাব ওয়ার্ল্ড কাপের ব্যাপারেই উৎসাহী, সুপার লিগে নই। আমার কাছে বায়ার্ন মিউনিখ বনাম লিভারপুলের চেয়ে বায়ার্ন বনাম বোকা জুনিয়র্স প্রতিদ্বন্দ্বিতা বেশি গুরুত্ব পায়’-বলেছেন ইনফান্তিনো। ফিফা সভাপতি বিষয়টি ব্যাখ্যা করে বুঝিয়েছেনও, ‘বিশ্বজুড়ে লিভারপুলের ভক্ত আছে ১৮ কোটি। যেখানে ফ্ল্যামেঙ্গোর ভক্ত হয়তো ৪ কোটি, যাদের ৩ কোটি ৯০ লাখই ব্রাজিলের। অন্যদিকে ইংল্যান্ডে লিভারপুলের ভক্ত হয়তো ৫০ লাখ, আর সারাবিশ্বে ছড়িয়ে আছে সাড়ে ১৭ কোটি। আমি চাই ভবিষ্যতে ইউরোপের বাইরের ক্লাবগুলোরও বৈশ্বিক আবেদন তৈরি হোক। আমার ভিশন হলো ৫০টি ক্লাব ও ৫০ দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য করে তোলা।’