মাদ্রাসায় আটকে শিক্ষার্থীকে নির্যাতন, দুই শিক্ষক আটক

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ জীবননগর উপজেলার কাশিপুর দারুল উলুম কওমি মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে ক্লাসরুমে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ও দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীর পরিবার। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক মাওলানা শাহিনুর রহমান (২৫) ও মাওলানা মাজেদুল ইসলামকে (৩০) দুপুরে আটক করেছে পুলিশ। পুলিশ ও শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন অনুপস্থিত থাকার পর বুধবার সকালে ওই শিক্ষার্থী ক্লাস করার জন্য মাদ্রাসায় যায়। এ সময় শিক্ষক মাজেদুল ইসলাম তাকে বেত দিয়ে পিটিয়ে আহত করে ও মাদ্রাসার একটি ক্লাসরুমে আটকে রাখে। দুপুরে আবার তাকে শিক্ষক শাহিনুর রহমান পিটিয়ে গুরুতর আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা বুধবার সন্ধ্যায় জীবননগর থানা পুলিশের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে মাদ্রাসার বন্ধ কক্ষ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রাতেই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাওলানা শাহিনুর রহমান ও মাওলানা মাজেদুল ইসলামের নাম উল্লেখ করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের আটক করে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষকদের আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।