‘বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না বিএনপি’

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘তবে বিএনপি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।’ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের উত্তরার বাসায় নির্বাচনি অফিসে এই সংবাদ সম্মেলন হয়। নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কফিল উদ্দিন আহমেদও সেখানে উপস্থিত ছিলেন।
আমানউল্লাহ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। জনগণ যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। কিন্তু প্রতীক পাওয়ার আগেই এভাবে আক্রমণ ও বিএনপি নেতাকর্মীদের মারধর করা হলো! প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। লিখিতভাবে জানানো হয়েছে। সুষ্ঠু বিচার চাই।’ এ সময় উপস্থিত ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফজলুল হক মিলন, সদস্য মো. আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, শহীদুল ইসলাম বাবুল, নাজিম উদ্দিন আলম প্রমুখ।