আবারও রাশফোর্ডের শেষ মুহূর্তের গোল, আবারও পিএসজির হার

0

লোকসমাজ ডেস্ক॥ চ্যাম্পিয়নস লিগে আবারও মার্কাস রাশফোর্ডের কারণে হার দেখতে হলো পিএসজির। ১৮ মাস আগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানইউ তারকার শেষ মুহূর্তের গোলে হেরে বিদায় নিশ্চিত হয়েছিল ফরাসি চ্যাম্পিয়নদের। এবার অবশ্য হার দেখলো গ্রুপ পর্বেই। রাশফোর্ডের শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। এই হারে আবার অপ্রত্যাশিত নজিরও স্থাপন করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। ১৬ বছর পর ঘরের মাঠে গ্রুপ পর্বে হার দেখেছে পিএসজি।
সুলশারের শিষ্যরা শুরুতে এগিয়ে যায় দুইবার নেওয়া পেনাল্টির কল্যাণে। প্রথমে ব্রুনো ফার্নান্দেসের শট ফিরিয়ে দিয়েছিলেন নাভাস। পরে দেখা গেছে, গোললাইন ছেড়ে আগেই বের হয়ে গিয়েছিলেন তিনি। ভার রিভিউতে আবার পেনাল্টির সিদ্ধান্ত এলে দ্বিতীয় দফায় ঠিকই জালে বল পাঠান ম্যানইউ তারকা। ৫৫ মিনিটে ম্যানইউর আত্মঘাতী গোলে সমতা ফেরায় পিএসজি। নেইমারের কর্নার থেকে পাওয়া বল হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন অ্যান্থনি মার্শাল। গত মৌসুমে রানার্স আপ হওয়া পিএসজির ধারে কাছেও ছিল না নেইমাররা। তবে শুরুতে দুটি সুযোগ পেলেও আনহেল দি মারিয়া ও লেইভিন কুরজাওয়ার শট আগ্রাসী মনোভাবের অভাবে পরিণতি পায়নি। দ্বিতীয়ার্ধের তিন মিনিট বাদে কিলিয়ান এমবাপ্পেও সুযোগ তৈরি করেছিলেন। ডিফেন্ডারদের কাটিয়ে ডান প্রান্ত দিয়ে বাঁকানো শট নিলেও তা ফিরিয়ে দিয়েছেন ম্যানইউ গোলকিপার। শেষ দিকে উল্টো পিএসজির ওপর চেপে খেলার ফল হিসেবেই গোল আদায় করে নিয়েছে ম্যানইউ। এছাড়া অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে লাৎসিও। দল-বদলে অনেক টাকা ব্যয় করা চেলসি অবশ্য জয়ের দেখা পায়নি শুরুর দিনে। সেভিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা।