আপাতত এল ক্লাসিকো নিয়ে ভাবছেন না জিদান

0

লোকসমাজ ডেস্ক॥ লা লিগায় ফেরা কাদিজের কাছে অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। তাও আবার ঘরের মাঠে। সামনেই আছে আবার এল ক্লাসিকো। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে শাখতার দনেৎস্কের মুখোমুখি হতে হবে, তাও কোচ জিনেদিন জিদানকে বার্সেলোনা ম্যাচ নিয়ে প্রশ্নের সামনে পড়তেই হলো। যদিও ফরাসি কিংবদন্তি জানিয়ে দিলেন, তার নজর এখন শুধুই চ্যাম্পিয়নস লিগ ম্যাচে। রিয়ালের চ্যাম্পিয়নস লিগ মৌসুম শুরু হচ্ছে শাখতারের বিপক্ষে। ইউক্রেনিয়ান ক্লাবটির বেশ কয়েকজন খেলোয়াড় গ্রীষ্মের দলবদলে চলে গেছেন। এরপরও দলটি সমীহ পাচ্ছেন জিদানের। তাই আগামী সপ্তাহান্তের বার্সেলোনা ম্যাচ নিয়ে আপাতত ভাবছেন না তিনি। এল ক্লাসিকো নিয়ে প্রশ্ন উঠতেই জিদান বলেছেন, ‘আমরা শুধু শাখতার ম্যাচে নজর রাখছি। এই ম্যাচের জন্যই সব প্রস্তুতি। আমি দেখেছি শাখতার বেশ কয়েকজন খেলোয়াড় হারিয়েছে, এরপরও তাদের কোনও কিছু বদলায়নি। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।’ চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শিরোপা জেতার লক্ষ্য জিদানের। তবে কাজটা যে কঠিন, জানা আছে রিয়ালকে টানা তিনবার ইউরোপসেরা বানানো এই কোচ, ‘আর সবার মতো আমরাও প্রত্যেকবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। তবে এটা কঠিন, কঠিন সব মুহূর্ত সামনে আছে, আর এটা সবসময়ই হয়। এমনকি আপনি যখন চ্যাম্পিয়ন হবেন, তখনও আপনাকে কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হবে।’ ক্রিস্টিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর এডেন হ্যাজার্ডকে নিয়ে এসেছে রিয়াল। কিন্তু চেলসি থেকে আসার পর থেকে ইনজুরিতেই বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে বেলজিয়ান ফরোয়ার্ডকে। জিদানের আশা, শিগগিরই মাঠে ফিরবেন তিনি, ‘ওর সঙ্গে যারা কাজ করছেন, তাদের ওপর আমার আস্থা আছে। আশা করছি দ্রুতই এডেন ফিরবে।’