বায়ার্ন লজ্জার পর বার্সাকে ফেবারিট মানেন না কোম্যান!

0

লোকসমাজ ডেস্ক॥ চ্যাম্পিয়নস লিগে গত মৌসুম বার্সেলোনার ভাগ্যে যা ঘটেছে, তা সত্যিকার অর্থেই লজ্জাজনক। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে ৮-২ গোলে! এমন হারের পর এবার প্রত্যাশার বেলুনটা বেশি ফোলাতে রাজি নন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। তার মতে, এবারের আসরে কোনওভাবেই বার্সা ফেবারিট নয়। মঙ্গলবার রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। উদ্বোধনী দিনেই বার্সার প্রতিপক্ষ ফেরেংকভারোস। গত মৌসুমের ওই লজ্জার হারের স্মৃতি তো রয়েছেই। লিগে সর্বশেষ ম্যাচেও নেই প্রেরণাদায়ক কিছু। গেতাফের বিপক্ষে মিলেছে অপ্রত্যাশিত হার। তাই কোম্যানের দৃষ্টিতে বার্সার অবস্থানটা ঠিক এমন, ‘বার্সায় সবাই ট্রফি জেতার জন্য খেলে থাকে। সেটা হোক ঘরোয়া লিগ বা ইউরোপীয় টুর্নামেন্ট। কিন্তু ভুলে গেলে চলবে না আরও শক্তিশালী দলও খেলছে। তাই গতবার যা হয়েছে, এর পর আর বলতে পারি না বার্সা ফেবারিট। তবে আমরা অনেক দূর যেতে পারি।’ বলা হচ্ছে মেসিদের গ্রুপে সবচেয়ে দুর্বল দল হাঙ্গেরির ফেরেংকভারোস। একই গ্রুপে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ও ডায়নামো কিয়েভও। কিন্তু কোম্যান প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নন, ‘এখন কোনও ম্যাচই সহজ নয়। আমরা ধরেই নিচ্ছি, ম্যাচটা জটিল হবে। তবে আমাদের সুযোগ তৈরি করতে হবে। আমরা সব প্রতিপক্ষ নিয়েই বিশ্লেষণ করি এবং শ্রদ্ধাও করি।’