বাজারে এলো ভিভোর ভি২০

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের বাজারে এলো ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তির আধুনিক সংস্করণ নিয়ে স্মার্টফোন ভিভো ভি-২০। গ্রাহকরা এখন দেশের বিভিন্ন আউটলেটে ও শো রুমে ফোনটি পাচ্ছেন।
ভিভো ভি২০ স্মার্টফোনটিতে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ফোকাস ঠিক রেখে স্পষ্ট ছবি তোলার সুবিধা দেবে এই ফ্ল্যাগশিপ ফোনটি। এছাড়া ভিভো ভি২০তে এজি গ্লাস, ডুয়াল ভিডিও ক্যামেরা, ৪৪ এমপি সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ফোনটির দাম ৩২ হাজার ৯৯০ টাকা।
৪০০০ এমএইচ ব্যাটারির এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪, ৮ ও ২ এমপির। ফানটাচ ওএস১১ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি দিয়ে পরিচালিত ভিভো ভি২০ স্মার্টফোনটির র‌্যাম ও রম যথাক্রমে ৮ এবং ১২৮ জিবি। এছাড়া ফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৪৪ ইঞ্চি।