জনউদ্যোগের ধর্ষণ নির্যাতন বিরোধী সাংস্কৃতিক সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ কেমনে সইবো আমি এসব দুর্ঘটনার চারিদিকে ঘটছে নারী নির্যাতনের ঘটনা। এ গান গেয়ে সাংস্কৃতিক সমাবেশ মাতিযেছেন সামিয়া। গতকাল বিকেলে শহরের গাড়িখানা সড়কে জনউদ্যোগ যশোরের প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে শিল্পী সামিয়া হৃদয়স্পর্শী গান পরিবেশন করে। ধর্ষণ এবং পৈশাচিক হত্যা, বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আন্দোলনকে বেগবান করার জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়। জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে কোন বক্তা বক্তব্য রাখেননি। শত শত নারী নেত্রী-কর্মীদের উপস্থিতিতে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।