যশোর সদর উপজেলা আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নীরা হৃদরোগে আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা (৬৩) হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ফর্টিজ কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু জানিয়েছেন, গতকাল সন্ধ্যার আগে সদর উপজেলার বড়ভেকুটিয়ায় তার নির্বাচনী সমাবেশ চলছিল। সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ভর্তি করার কিছুক্ষণ পর তাকে নেয়া হয় খুলনায় ফর্টিজ কার্ডিয়াক হাসপাতালে। যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শওকত হোসেন নুরজাহান ইসলামী নীরাকে চিকিৎসা দেন এবং বলেন, তিনি হার্ট এ্যাটকে আক্রান্ত হয়েছেন। তবে তার অবস্থা ভালো আছে। তারপরও এসব রোগীর নিশ্চয়তা দেয়া যায় না। যখন তখন খারাপ হতে পারে। আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে। যশোর করোনারী কেয়ার ইউনিটে সে সুযোগ নেই। তাই নূরজাহান ইসলাম নীরাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়। নীরা হাসপাতালে ভর্তি হওয়ার পর যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল ইসলাম মিলন আওয়ামী যুবলীগ, মহিলা লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে যান এবং তার সুস্থতা কামনা করেন। যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নুরজাহান ইসলাম নীরা নির্বাচন করছেন। আগামীকাল ২০ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।