শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিবরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি যশোর শাখা গতকাল বিকেলে কালেক্টরেট সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ‘শেখ রাসেল আমাদের ভালবাসা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহীদুল ইসলাম মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন-অর রশিদ প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা সাধন কুমার দান। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।