বাগেরহাটে উন্নত চুলা পেল বস্তিবাসী

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে দরিদ্র বস্তিবাসীর মাঝে উন্নত চুলা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাট পৌরসভার সরুই বস্তিসহ বিভিন্ন দরিদ্র এলাকার সাড়ে তিন শতাধিক পরিবারের মাঝে এই উন্নত চুলা বিতরণ করা হয়। আইসিএস প্রকল্পের মাধ্যমে সুপ্তি নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই চুলা বিতরণ করেন বাগেরহাট পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক ঝিমি মন্ডল, আইসি এস প্রকল্প সমন্বয়কারী সাদিয়া আফরোজ, মোরেলগঞ্জ আইসিএস প্রকল্প সুপারভাইজর বিন্দু সাহা প্রমুখ।
দরিদ্র পরিবারের সালমা, জেসমিন ও লী সরদার বলেন, আমরা মাত্র ৫০ টাকায় একটি উন্নত চুলা পাব কখনও ভাবতে পারেনি। এই চুলা সহজে যে কোনো জায়গায় বহন করা যায়। আমরা খুব খুশি হয়েছি। সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ঝিমি মন্ডল বলেন, একসময় এই চুলা অনেকে ব্যবহার করতে চাইতো না। কিন্তু এখন সময় বদলেছে, সরকারের কার্যকরী উদ্যোগের ফলে অনেক মানুষই উন্নত চুলা ব্যবহার করছে। পরিবেশবান্ধব, অল্প খরচ ও কম সময়ে রান্না করা যায় উন্নত চুলার মাধ্যমে। তাই শতভাগ উন্নত চুলা ব্যবহারের ল্েয আমরা কাজ করে যাচ্ছি। আমরা পরিবহন খরচ হিসেবে দরিদ্র পরিবারের কাজ থেকে মাত্র ৫০ টাকা নিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।