মজিদপুরে সেচ পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্নে দিশেহারা কৃষক

0

জয়দেব চক্রবর্ত্তী,কেশবপুর(যশোর) ॥ যশোরের কেশবপুরের মজিদপুর এলাকায় ভরা আমন ধান চাষের মৌসুমে পল্øী বিদ্যুৎ কর্তৃপক্ষ সেচ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় কৃষকরা দুর্ভোগে পড়েছেন। ধান রক্ষার দাবি জানিয়ে তারা রোববার দুপুরে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বিদ্যুৎ পুণসংযোগ দিয়ে ধান রক্ষার জন্য আবেদন করেছেন। এসময় তারা তাদের ক্ষতির মুখে পড়া ধান গাছ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। জানা গেছে, উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল গণির মালিকানাধিন সেচ মোটরে এলাকার অর্ধ শতাধিক কৃষক ২০১৪ সাল থেকে আমন ও বোরো ধান আবাদ করে আসছেন। এ সেচের আওতায় ৩০ থেকে ৩২ বিঘা জমিতে আমন ধান আবাদ চলছে। শেষ মুহূর্তে কেশবপুর পল্লী বিদ্যুৎ সমিতি সেচ সংযোগের সংযোগ লাইন গত ৮ অক্টোবর বিচ্ছিন্ন করে দেয়। কৃষকরা জানান, বর্তমান ধানে থোড় আসার সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় তারা অর্থনৈতিক ভাবে ক্ষতি গ্রস্ত হচ্ছেন। এ মুহূর্তে সংযোগ না দিলে ধান আবাদ করা সম্ভব হবে না। কেশবপুর পল্লী বিদ্যুতের উপব্যবস্থাপক আব্দুল লতিফ মোড়ল সাংবাদিকদের জানান, একই এলাকার জনৈক নূর আলী বিভিন্ন দফতরে সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন করলে দেখা যায় আব্দুল গণির যে স্থানে সেচ মোটর বসানোর কথা ছিলো সেটা সেখানে করেনি। বিধায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে কৃষকদের স্বার্থের কথা ও ২০১৪ সাল থেকে বিদ্যুৎ সংযোগ কিভাবে পেলো প্রশ্ন করা হলে তিনি বলেন, উপজেলা সেচ কমিটি নির্দেশনা দিলে সংযোগ দেয়া সম্ভব।