চৌগাছায় দ্বিতীয় স্ত্রীর কাছে অবরুদ্ধ আহত বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় আহত অবরুদ্ধ বৃদ্ধ নূরুল ইসলামকে (৮৭) উদ্ধার করেছে পুলিশ। দ্বিতীয় স্ত্রী চায়না বেগম, জামাই আশাদুল ইসলাম এবং দ্বিতীয় স্ত্রীর তিন ছেলে পিটিয়ে অবরুদ্ধ করে রাখে নূরুল ইসলামকে। খবর পেয়ে শনিবার রাতে চৌগাছা থানা পুলিশ তাকে উদ্ধার করে। আহত বৃদ্ধকে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের দুর্গাপুর (রসুলপুর) গ্রামে। জানা যায়, দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে আব্দুল হাই সিদ্দিকের নেতৃত্বে প্রথমে তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে বৃদ্ধ তার প্রথম স্ত্রীর বড় ছেলে নজরুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। শনিবার সন্ধ্যায় জামাই আশাদুল ইসলাম ও স্ত্রী চায়না বেগম নজরুল ইসলামের বাড়ি হানা দিয়ে বৃদ্ধকে বেদম মারধর করে ঘরে অবরুদ্ধ করে রাখে। শুক্রবার বৃদ্ধ নূরুল ইসলাম চৌগাছা থানায় অভিযোগ দেন। তিনি এর আগে একই অভিযোগ থানায় দিলে পুলিশ ছেলে-জামাইদের বিষয়টি মীমাংসা করে নিতে চাপ দেয়। এতে তেলেবেগুনে জ্বলে ওঠে জামাই ও ছেলেরা। শুক্রবার সকালে খুলনার ডিআইজির সাথে দেখা করে বৃদ্ধের চৌগাছা থানায় গিয়ে অভিযোগ দেওয়ার বিষয়টি দ্বিতীয় স্ত্রী জানতে পারেন। এ কারণে শনিবার রাতে বেদম মারধর করে ঘরে অবরুদ্ধ করে রাখে তারা। খবর পেয়ে শনিবার রাতেই চৌগাছা থানার এসআই শাহিন আহত বৃদ্ধকে উদ্ধার করেন। তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়। বাবাকে মারধরের সময় তাকে রায় এগিয়ে আসলে বড় ছেলে নজরুল ইসলামকে (৫০) বেদম মারধর করে মারাত্মক আহত করেছে তারা। আহত নজরুল ইসলামকে মহেশপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব বলেন, এ ঘটনায় শনিবার রাতেই চৌগাছা থানায় মামলা হয়েছে। আসামিদের আটকে অভিয়ান চলছে।