কলারোয়ায় এক পরিবারের চারজন মামলায় রায়হানুল পাঁচ দিনের রিমান্ডে

0

কে.এম.অনিছুর রহমান,কলারোয়া (সাতীরা) ॥ কলারোয়ায় আলোচিত ফোর মার্ডার মামলায় গ্রেফতার হওয়া সন্দেহভাজন আসামি রায়হানুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রায়হানুলকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইনসপেক্টর তরিকুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সাতক্ষীরা আমলি আদালতের বিচারক ইয়াসমিন নাহার রবিবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি ইনসপেক্টর তরিকুল ইসলাম জানান, কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে বাবা-মা ও তাদের দুই সন্তানসহ চার জনের গলা কেটে হত্যা করার ঘটনায় নিহত শাহিনুরের আপন ভাই রায়হানুলকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। ওই আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে লোমহর্ষক এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করেন নিহত শাহিনুরের শাশুড়ি কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের রাশেদ গাজীর স্ত্রী ময়না বেগম। মামলায় তিনি কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করেন। রায়হানুলকে গত শুক্রবার ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।