ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে গণসচেতনতার লক্ষ্যে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে লংমার্চে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উদীচী যশোরের উদ্যোগে রবিবার বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রেস কাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা সিবিপির সভাপতি অ্যাড. আবুল হোসেন, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মণি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জনউদ্যোগ যশোরের বিথীকা সরকার প্রমুখ। উদীচী যশোরের পক্ষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। সঞ্চালনা করেন উদীচী যশোরের সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ নওয়াজ। বক্তারা বলেন, শনিবার দুপুরে লংমার্চ ফেনী শহরে পৌছানোর পর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড় এলাকায় লাঠিসোঁটা ও ইট নিয়ে হামলা চালায় একদল যুবক। হামলাকারীরা লংমার্চকারীদের ছয়টি বাস ভাঙচুর করে এবং অনেককেই আহত করে। হামলার সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল। এই লংমার্চ শুধু বিচারের দাবিতে নয়, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের একটি অংশ। এই লংমার্চে হামলার মধ্য দিয়ে হামলাকারীরা আবারও ধর্ষকদের প নিয়েছে। বক্তারা এ হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে নয় দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে নোয়াখালীর উদ্দেশে গত শুক্রবার সকালে এ লংমার্চ শুরু হয়।