খুলনার খানজাহান আলী থানা আ.লীগ ও শ্রমিকলীগের উদ্যোগে শেখ রাসেল এর জন্মদিন পালিত

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ফুলবাড়ীগেটে আওয়ামী লীগ ও শ্রমিকলীগ পৃথকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করেছে। খুলনা নগরীর ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, সাবেক ছাত্রলীগ ফোরাম নো আবু হেনা বাবলু, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রুপম প্রমুখ। এদিকে, এদিন বিকেলে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিকলীগ শহীদ শেখ রাসেলের জন্মদিনে আলোচনাসভা করে। ফুলবাড়ীগেট আওয়ামী লীগ কার্যালয়ে সভায় খানজাহান আলী থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম পান্নুর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক সোজ্জাদুর রহমান লিংকন। অনুষ্ঠান শেষে কেক কেটে শহীদ শেখ রাসেল এর জন্মদিন পালন করা হয়।