খেলার খবর

0

বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ ১৩ ও ১৭ নভেম্বর
স্পোর্টস ডেস্ক॥ আগেই চূড়ান্ত ছিল নভেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ম্যাচ দুটির দিনণ ও ভেন্যু চূড়ান্ত ছিল না। যা এবার ঠিক হলো। দুই প আলোচনার মাধ্যমে ঠিক করেছে ১৩ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ভেন্যু- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ‘মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে নেপালের সঙ্গে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলবে ১৩ ও ১৭ নভেম্বর। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।’ করোনা বিরতির আগে বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জানুয়ারিতে। বঙ্গবন্ধু গোল্ডকাপে বুরুন্ডির বিপে ম্যাচ ছিল সেটি। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সবশেষ ম্যাচ হয়েছে মার্চে, প্রিমিয়ার লিগ ফুটবল চলছিল তখন। নেপাল ম্যাচ সামনে রেখে বাংলাদেশ প্রস্তুতি শুরু করবে ২৩ নভেম্বর। দলটির বিপে বাংলাদেশ সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে, ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর পর সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই আবার নেপালের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা।

নিউক্যাসলের মাঠে শেষ দিকে ম্যানইউ’র
স্পোর্টস ডেস্ক॥ হঠাৎ করে যেন জ্বলে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষের ঝলকে ড্রয়ের দিকে এগিয়ে যাওয়ার লড়াইয়ের সব হিসেব বদলে দিল দলটি। গোলবন্যায় ভাসাল স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেডকে। শনিবার রাতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে হ্যারি ম্যাগুয়ের অতিথিদের সমতায় ফেরানোর পর শেষ দিকে ১২ মিনিটের ব্যবধানে একটি করে গোলে জয় নিশ্চিত করেন ব্রুনো ফের্নান্দেস, অ্যারন ওয়ান-বিসাকা ও মার্কাস র‌্যাশফোর্ড। ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে নিউক্যাসলকে এগিয়ে দেয় ম্যানইউ। বল রুখতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে বসেন লেফট-ব্যাক লুক শ। অবশ্য খেলায় সমতা ফেরাতে খুব সময় লাগেনি রেড ডেভিলদের। ২৩ তম মিনিটে গোল করেন অধিনায়ক ম্যাগুয়ের। ম্যাচের ৫৮তম মিনিটে অবশ্য এগিয়ে যেতে পারত ম্যানইউ। কিন্তু ব্রুনো ফের্নান্দেসের পেনাল্টি শট রুখে দিয়ে দলটিকে হতাশ করেন স্বাগতিক দলের গোলরক কার্ল ডারলো। পেনাল্টি থেকে গোল করতে না পারার আফসোসটা ম্যাচের শেষ দিতে ঘুচিয়ে নিয়েছেন ফের্নান্দেস। র‌্যাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে দুরূহ কোণ থেকে দারুণ এক গোল করেন পর্তুগিজ এই মিডফিল্ডার। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যানইউকে আরও একটি গোল এনে দেন রাইট-ব্যাক ওয়ান বিসাকা। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকেন র‌্যাশফোর্ড। এবারের লিগের শুরুটা মোটেও ভালো হয়নি ম্যানইউ’র। চার ম্যাচ খেলে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্দশস্থানে আছে দেশটি। এক ম্যাচ বেশি খেলা এভারটন শীর্ষে আছে ১৩ পয়েন্ট নিয়ে।

মেসিকে জানুয়ারিতে দলে ভেড়াতে চায় ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক॥ সবশেষ মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাই যাই করেও শেষ পর্যন্ত মত পাল্টান লিওনেল মেসি। নতুন খবর হলো, আসছে জানুয়ারিতে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে বেড়াতে ফের চেষ্টা চালাবে ইংলিশ প্রিমিয়ার লিগের কাবটি। মেসির সম্ভাব্য দল-বদল নিয়ে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার। তাতে বলা হয়েছে, আসছে শীতকালীন দল-বদলে ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে দলে টানতে পরিকল্পনা আঁটছে ম্যানচেস্টার সিটি। মেসি চুক্তি অনুযায়ী চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়লে ফ্রি-ট্রান্সফারেই যেকোনো কাবে নাম লেখাতে পারবেন। সে েেত্র অর্থ সংকটে থাকা কাতালান কাবটি কোনো আর্থিক সুবিধা পাবে না। বার্সেলোনার এই অর্থ সংকটটিই সুযোগ হিসেবে নিতে চায় ম্যানচেস্টার সিটি। তাই শীতকালীন দল-বদলে মেসিকে পেতে ট্রান্সফার ফি হিসেবে পেতে কাতালান কাবটিতে সিটি দেড় কোটি পাউন্ড প্রস্তাব করবে বলে জানা গেছে। ম্যানচেস্টার সিটির ফুটবল অপারেশনস ম্যানেজারের প্রধান ওমর বেরাদা এরই মধ্যে জানিয়েছেন, নতুন বছরে মেসিকে চুক্তিভুক্ত করার মতো আর্থিক সমতাও তৈরি হবে তাদের। ম্যানসিটি’র কোচ পেপ গার্দিওলার দারুণ বোঝাপড়া মেসির। বার্সেলোনায় তাদের মধ্যে যে দারুণ একটি সম্পর্ক গড়ে উঠেছিল তা এখনো অটুট। ইংলিশ প্রিমিয়ার লিগের কাবটিই ছয়বারের বর্ষসেরা এই ফুটবলারের পরবর্তী ঠিকানা হবে বলে জোর ধারণা। ম্যানসিটি ছাড়াও মেসিকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে ধনী কাব ফ্রান্সের পিএসজি ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেরও। ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে পাওয়ার লড়াইয়ে যোগ দিতে পারেন জুভেন্তাস, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো কাবগুলোও। উল্লেখ্য, গত আগস্টে এক ফ্যাক্স বার্তায় বোমা ফাটান মেসি। তাতে বার্সেলোনার হর্তাকর্তাদের আর্জেন্টাইন এই ফরোয়ার্ড জানান, কাব ছাড়তে চান তিনি। ফ্রি ট্রান্সফার ফিতে যেন তা ব্যবস্থা করা হয়। তবে বার্সেলোনা ম্যানেজমেন্ট আপত্তি জানালে অনিচ্ছা সত্ত্বেও কাবটিতে আরও একটি মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি।

কাদিজে কাটা পড়ল রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক॥ আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় রিয়াল মাদ্রিদের শুরু হলো ‘ভুতুড়ে’। হ্যাঁ, ভুতুড়েই বলতে হবে। কারণ ১৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা কাদিজের বিপে হেরে গেছে জিনেদিন জিদানের দল। সেটিও কিনা নিজেদের মাঠে। শনিবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ১-০ গোলে হার মানে রিয়াল মাদ্রিদ। কাগিজের পে একমাত্র গোলটি করেন লোসানো। ১৬ মিনিটে তার গোলের পর অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখে খেললেও ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। বরং দারুণ পারফরম্যান্সে স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে কাদিজে। এই প্রথম রিয়ালের মাটিতে জিতল কাদিজ। আর হোম, অ্যাওয়ে মিলে ২৯ বছর পর এই দলের বিপে হারের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের বিপে সবশেষ ১৯৯১ সালে জয় পেয়েছে কাদিজ। এদিকে লিগে প্রায় ১৭ মাস পর ঘরের মাঠে হার রিয়ালের। আর চলতি মৌসুমে এদিক তাদের প্রথম হার। এর আগে এক ম্যাচ ড্র করেছিল। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে রিয়াল এখনো শীর্ষে আছে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা কাদিজের পয়েন্ট সমান ১০। টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি।

ধাওয়ানের সেঞ্চুরিতে দিল্লির চেন্নাই বধ
স্পোর্টস ডেস্ক॥ শারজার ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম ফের সাী থাকল এক রুদ্ধশ্বাস লড়াইয়ের। শিখর ধাওয়ানের দুরন্ত সেঞ্চুরিতে চেন্নাই সুপার কিংসকে হারাল দিল্লি ক্যাপিটালস। আর এই জয়ে ফের টেবিলের এক নম্বরে উঠে এল দিল্লি। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের দেওয়া ১৮০ রান তাড়া করতে নেমে ধাক্কা খায় দিল্লি। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই পৃথ্বী শ্ব-কে ডাগআউটে ফেরত পাঠান দিপক চাহার। কিন্তু আরেক ওপেনার ধাওয়ানের দুরন্ত লড়াইয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। ৫৭ বলে এবারের আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরিটি করেন ধাওয়ান। ৯৯ রান দাঁড়িয়ে ধোনির ক্যাচের আবেদনে রিভিউ নিয়ে বেঁচে যান ধাওয়ান। কিন্তু ১৯ তম ওভারে মাত্র ৪ রান নিতে পারেন। তাতে কঠিন হয়ে যায় দিল্লির সমীকরণ। ৬ রানে প্রয়োজন দাঁড়ায় ১৭ রান। শেষ ওভারে অর প্যাটের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি। জাদেজার করা ওভারে অরের তিন ছক্কায় ২২ রান তুলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে দিল্লি। ৫ বলে তিন ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন অর। আর ১০১ রানের অপরাজিত থাকেন ধাওয়ান। ৫৮ বলের ইনিংসে ১৪টি চার ও একটি ছক্কা হাঁকান ধাওয়ান। এ ছাড়া অধিনায়ক শ্রেয়াস আয়ার ২৩ ও মার্কাস স্টয়নিস ২৪ রান করেন। বল হাতে দুরন্ত হওয়া সত্ত্বেও দলকে জেতাতে পারেননি দিপক চাহার। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ২ উইকেট নেন তিনি। এর আগে ফ্যাফ ডু প্লেসি, শেন ওয়াটসন, অম্বতি রায়ডু ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৭৯ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। ডু প্লেসির ৪৭ বলে ৫৮, রায়ডুর ২২ বলে ৪৫ এবং জাদেজার ১৩ বলে ৩৩ রানের ইনিংসে দিল্লির সামনে কঠিন টার্গেট দিয়েছিল ধোনির দল। ম্যাচসেরা হয়েছেন শিখর ধাওয়ান।