লোহাগড়ায় জমি দখল করে আ.লীগ অফিস তৈরির চেষ্টা

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে কৃষক মো. নাজমুল জানান, তিনি এবং তাদের শরিকদের ৩ শতক জমি জবর-দখল করে কথিত আওয়ামী লীগ অফিস বানাতে অপতৎপরতা শুরু করেছে। অথচ আগে থেকেই ওই এলাকায় আওয়ামী লীগের অফিস রয়েছে। জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসু মোল্লা বলেন, মরণমোড় এলাকায় দলীয় অফিস আছে। অথচ ওরা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ব্যবসা করতে চাচ্ছে। জয়পুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন জানান, একজন কৃষকের জমি জবর-দখল করার প্রস্তুতি চলছে এমন অভিযোগ পেয়েছি। ব্যক্তিগত জমি দখল করে দলীয় অফিস নির্মাণের নামে জমি আত্মসাতের অপচেষ্টা চলছে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।