ধানের শীষের নেতা-কর্মী সমর্থকরা শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা ব্যবসা-প্রতিষ্ঠান, চায়ের দোকান, হাটবাজার ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং ভোট ও দোয়া চাইছেন। তারা আশা করছেন অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে যেন এবার উৎসব এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিএনপি প্রার্থী নূর-উন-নবীসহ তার পক্ষে নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। প্রার্থী এদিন সকাল-বিকাল পৌরসভার সাত ও নয় নাম্বার ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।


এদিন বিকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন নেতা-কর্মীদের নিয়ে এমএম আলী রোড, হরিনাথ দত্ত লেনসহ শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। সকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল দলীয় নেতা-কর্মী, সমর্থকদের সাথে নিয়ে সিটি প্লাজায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। বিকালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক যুবদল নেতা-কর্মীদের নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন। এর বাইরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার ভোটারদের সাথে লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে বিএনপি প্রার্থী নূর-উন-নবী বলেন, প্রচারণার প্রথম দিন থেকেই নেতা-কর্মী, সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে দেয় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। শাসক দলের সন্ত্রাসীরা অতীতের নির্বাচনে যেভাবে ভোট ডাকাতি করেছে এই নির্বাচনে যদি তারা সেই সুযোগ না পায় তাহলে সাধারণ ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। দিনব্যাপী গণসংযোগে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর বিএনপি নেতা এহসানুল হক সেতু, সাবেক জেলা যুবদল নেতা পৌর কাউন্সিলের মনিরুজ্জামান মাসুম, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, জেলা যুবদলের প্রচার সম্পাদক সেকেন্দার আলী জনি প্রমুখ।