সহসা করোনামুক্ত হচ্ছে না যশোর : আক্রান্ত ১২

0

স্টাফ রিপোর্টার ॥ সহসাই করোনামুক্ত হচ্ছে না যশোর। গতকাল আরো ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮ জন। যশোর সিভিল সার্জন অফিসের এক পরিসংখ্যানে জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৬৬টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে সিভিল সার্জন অফিসে। এ রিপোর্টে ১২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ভেতর ৮ জন যশোর সদরের। ৩ জন অভয়নগর ও ১ জন শার্শার। যশোর সদরের আক্রান্তরা হচ্ছেন, ২৫০ শয্যা হাসপাতালের শাহীনা খাতুন (৩২), পূর্ব বারান্দীপাড়ার আব্দুল্লাহ (৬০), মোঃ রেজওয়ান (৩৮), ঘোপ এলাকার ওলিউর রহমান (৪২), সদরের মুরাদ (২৮), নাজির শংকরপুরের সকিনা বেগম (৫০), ইছালী গ্রামের আবুল কায়সার, ভেকুটিয়ার তাসলিমা (২৬), চৌগাছা উপজেলার সরদারপাড়ার আনোয়ার (৩৫) ও কেশবপুরের মোঃ ফারুক (২৬)। মোট আক্রান্ত ৪ হাজার ৩৮ জনের মধ্যে ৩ হাজার ৮শ’ ৪৬ জন সুস্থ হয়েছেন, ৮ জন হাসপাতালে এবং ১শ’ ৪০ জন আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছেন, সহসাই যশোর করোনামুক্ত হওয়ার সম্ভাবনা কম। আগের তুলনায় আক্রান্তের সংখ্যা নিম্নমুখী।