যশোর অভয়নগরে ট্রেনের সাথে সংঘর্ষে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত,আহত ২

0

নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে ট্রেনের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে অভয়নগরের ভাঙাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহসীন রেজা জানান, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪৩-০৩২৪) ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে উঠে ভাঙাগেট রেললাইন পার হচ্ছিল। এ সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সাথে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। ট্রেনের প্রচণ্ড আঘাতে কারটি দুমড়ে-মুচড়ে দু শ থেকে তিন ফুট দূরে ছিটকে পড়ে। ফলে প্রাইভেটকারে থাকা ৬ জনের মধ্যে গাড়ির চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত ৪ জনের মধ্যে পাঁচ বছরের একটি শিশু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে এবং অপর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত দু যাত্রীকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত শারমিন জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পথে পাঁচ বছরের একটি শিশু মারা যায়। আহত অপর ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভয়নগর থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আশরাফুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার কারণে প্রায় একঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। অভয়নগর থানা পুলিশের পরিদর্শক মো. তাজুল ইসলাম (তদন্ত) জানান, ট্রেন-প্রাইভেটকার দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে নিহত চারজনের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। একজনের নাম হিরক, অপরজনের নাম আশরাফুল। নিহত ও আহতরা নড়াইলের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।