কলারোয়ায় ৪ খুনের ঘটনায় মামলা : তদন্তের দায়িত্ব সিআইডিকে,নিহতের ছোটভাই আটক

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতীরার কলারোয়া উপজেলার হেলাতলার খলিসা গ্রামে একই পরিবারের ৪ জনকে খুনের ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই থানায় মামলা হয়েছে। লোমহর্ষক এ ঘটনায় মামলাটি দায়ের করেছেন নিহত শাহিনুর রহমানের শাশুড়ি কলারোয়ার ওফাপুর গ্রামের রাশেদ গাজীর স্ত্রী ময়না বেগম। মামলায় তিনি কারো নাম উল্লেখ না করেই বলেন, কে বা কারা ওই চারজনকে গলাকেটে হত্যা করেছে। কলারোয়া থানা পুলিশের ওসি হারান চন্দ্র পাল জানান, মামলাটি তদন্তের দায়িত্ব ইতিমধ্যে সিআইডিকে দেয়া হয়েছে। এদিকে নিহতের ভাই রায়হানুলকে এই মামলায় আটক দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমা-ের আবেদন জানিয়ে গতকাল শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবদের জন্য আটক আব্দুর রাজ্জাক ও আসাদুলকে শুক্রবার বিকেলে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে ঘাতকদের হাত থেকে বেঁচে যাওয়া পরিবারের একমাত্র ৫ মাসের শিশু মারিয়া সুলতানা বর্তমানে কলারোয়ার হেলাতলা ইউপির সংরক্ষিত আসনের সদস্য নাসিমা খাতুনের কাছে রয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে ব্রজবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সিয়াম হোসেন মাহি ও মেয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাসনিম সুলতানার লাশ শুক্রবার সকালে নিকটস্থ ব্রজবাকসা গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তাদের নামাজে জানাজায় শ শ মানুষ অংশ নেন। চাঞ্চল্যকর এ হত্যা ঘটনায় সন্দিগ্ধ আসামি হিসেবে গত বৃহষ্পতিবার বাড়ি থেকে আটক নিহত শাহিনুরের ভাই রায়হানুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমা-ের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া বৃহষ্পতিবার দিবাগত রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক খলিসা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক ও নিহত শাহিনুর রহমানের মাছের হ্যাচারির কর্মচারী ধানঘরা গ্রামের সামছুদ্দিনের ছেলে আসাদুলকে শুক্রবার বিকেলে ছেড়ে দেয়া হয়েছে। কলারোয়া থানা পুলিশের ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, চাঞ্চল্যকর ৪ খুনের মামলাটির তদন্তভার সিআইডি’র হাতে গেলেও তাদেরকে তদন্তে সহযোগিতা করতে পুলিশ কাজ করছে। সাতক্ষীরার সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, শুক্রবার সিআইডি কলারোয়ার ফোর মার্ডার মামলার দায়িত্ব নেয়ার পর তদন্ত শুরু হয়েছে। সন্দিগ্ধ আসামি হিসেবে একজনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে সন্ত্রাসীরা মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন ও তাদের দু’শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।