বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোর বেনাপোল সীমান্তের পুটখালী বালুর মাঠ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিয়া সরদার (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক জিয়া পুটখালী গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম ইয়াবাসহ তাকে আটক করেন। বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি মামুন খান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদক সংক্রান্ত আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।