সুন্দরবনের সম্পদ লুন্ঠন বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালিত

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ নিধন বন্ধ এবং সাগরের মৎস্য সম্পদ লুন্ঠন বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং স্বেচ্ছাসেবী সংগঠন গঠন’ এ মানববন্ধনের আয়োজন করে। পৌর শহরের চৌধুরী মোড়ে আনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকল শ্রেণিপেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সুন্দরবনের নদী খালে কীটনাশক প্রয়োগে মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে বলে জানান বক্তরা। সমুদ্রে দেশীয় জলসীমায় ভিনদেশি জেলেদের আগ্রাসন এবং মৎস্য সম্পদ লুণ্ঠনেরও অভিযোগ করা হয়। পরে মোংলা প্রেস কাবে মৎস্যজীবী-বনজীবী এবং কৃষিজীবীদের অংশগ্রহণে ‘প্রাণীজ আমিষের আধার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ নিধন এবং সাগর লুট বন্ধে করণীয়’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। খানি সদস্য পশুর রিভার ওয়াটারকিপার সমন্বয়কারী নুর আলম শেখ এর সভাপতিত্বে খাদ্য নিরাপত্তা বিষায়ক এ সংলাপে মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা এবং প্রেস কাবের সভাপতি এইচ এম দুলাল , প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, গঠন’র অপূর্ব রায়, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, নাজমুল হক, মাহারুফ বিল্লাহ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।