চৌগাছায় আ.লীগ নেতার চাতাল থেকে ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

0

এম এ রহিম, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মান্নানের চাতাল থেকে ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের খড়িঞ্চা বাজারে অভিযান চালিয়ে ২ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করেন। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের খড়িঞ্চা বাজারে অভিযান চালান। তিনি খড়িঞ্চা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল মান্নানের চাতাল থেকে ৪০ বস্তা ফেয়ারপ্রাইসের (১০টাকা কেজি দরের) চাল উদ্ধার করেন। এ সময় সরকারি চাল অবৈধভাবে বিক্রি করার অভিযোগে ডিলার নুর ইসলামের কাছ থেকে মাস্টাররোল জব্দ করা হয়। উদ্ধারকৃত সরকারি চাল উপজেলার খড়িঞ্চা মোড়ের চাতাল ব্যবসায়ী মজেহার আলীর হেফাজতে রাখা হয়েছে। চালের ডিলার নুর ইসলাম বলেন, অনেক বড় লোকদের কার্ড দেওয়ায় তারা চাল তুলেই বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দেওয়া সে চাল স্থানীয় মান্নান মেম্বারের ভাই বিল্লাল হোসেন কিনেছেন। তবে ১৫ অক্টোবর সরকারি চাল বিক্রির শেষ দিন থাকলেও চালের ডিলার নুর ইসলামের হেফাজতে থাকা ২৬ বস্তা চালের ব্যাপারে তিনি কোন জবাব দিতে পারেননি। এদিকে একটি সূত্র বলছে মেম্বার আব্দুল মান্নান, তার ভাই বিল্লাল হোসেন, ডিলার নুর ইসলাম ও মমিনুর রহমান নামে এক ব্যক্তির সহযোগিতায় প্রতিবার এ চক্রটি ১০ টাকা কেজি দরের সরকারি চাল কালোবাজারে বিক্রি করে থাকেন। এ ব্যাপারে খড়িঞ্চা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, নুর ইসলাম ৩টি ওয়ার্ডের ডিলার। তার খড়িঞ্চা ওয়ার্ডে কোন সমস্যা নেই। বহিলাপোতা, আন্দারকোটা ও টেক্সগুরপুরের মেম্বাররা বড়লোকদের চালের কার্ড দিয়েছে। সেখানকার কার্ডধারীরা এই চাল বিক্রি করে দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এম. এনামুল হক বলেন, কালাবাজারে সরকারি চাল বিক্রি করার অভিযোগে ডিলার নুর ইসলামের কাছ থেকে মাস্টাররোল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ৪০ বস্তা সরকারি চাল খড়িঞ্চা মোড়ের চাতাল ব্যবসায়ী মজেহারের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি অধিক তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।