বাগেরহাটে দুর্গাপূজা হবে ৬শ ১৭ মণ্ডপে

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে ৬শ ১৭ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের কাজ। ২১ অক্টোবর পঞ্চমী তিথিতে এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৬ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গাপূজা। করোনা পরিস্থিতির কারণে এবারে পূজায় বাড়তি উৎসবকে পরিহার করে স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়ম মেনে ধর্মীয় রীতি অনুসারে পূজা অর্চণা সম্পূর্ণ করা হবে।
বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবুল সরদার বলেন, বাগেরহাটের সকল মণ্ডপে দুর্গাপূজার গ্রস্তুতি নেয়া হয়েছে। পূজার নিরাপত্তা ও সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতিতে এবার পূজা উপলে উৎসবকে সীমিত করা হয়েছে। তবে যথারীতি ধর্মীয় নিয়ম অনুসারে পূজা অর্চণা চলবে। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, দুর্গা উৎসব উপলে পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এবার ৬শ ১৭টি মণ্ডপের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ১শ ২০টি ভ্রাম্যমাণ টিম থাকবে। প্রত্যেকটি পূজা মণ্ডপে প্রকাশ্যে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ , পূজা মণ্ডপের সভাপতিসহ স্থানীয় জনপ্রতিনিধিদের মোবাইল ফোন নম্বর দেওয়া থাকবে। যাতে কোনো সমস্যা হলে যে কেউ তাৎণিকভাবে জানাতে পারেন। এছাড়া মণ্ডপে স্বাস্থ্যবিধি মান্য করার জন্য পুলিশের প থেকে আয়োজকদের জানানো হয়েছে।