সাদা পোশাকে তুলে নেওয়ার ৫ দিন পরও খোঁজ মেলেনি অপহৃত যুবকের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর এলাকার রজনীগন্ধা তেল পাম্প এলাকা থেকে সাইদুর রহমান সোহেল নামে এক যুবককে সাদা পোশাকের একদল লোক জোর করে গাড়িতে তুলে নিয়েছে। এ ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার বেলা ১১ টায় প্রেস কাব যশোরে এক সংবাদ সম্মেলনে তার স্ত্রী এমন দাবি করেছেন। অপহৃত সাইদুর রহমান সোহেল সি এন এন বাংলা টিভি ও যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথার খুলনা বিভাগীয় চিফ রিপোর্টার বলে তার স্ত্রী শ্রাবণী আক্তার সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকার ভাড়া বাসায় বসবাসকারী শ্রাবণী আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী সাইদুর রহমান সোহেল পেশায় একজন সাংবাদিক ও ব্যবসায়ী। তিনি সি এন এন বাংলা টিভি ও যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথার খুলনা বিভাগীয় চিফ রিপোর্টার হিসেবে দায়িত্বপালনের পাশাপাশি যশোর উপশহর রজনীগন্ধা তেল পাম্পের পাশে এস.এ অটো মোবাইল সার্ভিসিং সেন্টারের স্বত্বাধিকারী। গত ১০ অক্টোবর তার স্বামীর মোবাইল ০১৭১১১৪৪৫৭৯ নম্বরে ০১৮৫৯৮৮৫৭৭৬ নম্বর থেকে তামান্না নামে পরিচয় দিয়ে একজন মহিলা একটি সমস্যার বিষয়ে সমাধানের জন্য কথা বলতে চান। তার সাথে কথা বলার জন্য দেখা করতেও বলেন। অজ্ঞাতনামা পরিচয়ের ওই মহিলার ফোনে প্রথম দিন তার সাথে দেখা না করে সাইদুর রহমান বিষয়টি নিয়ে থানা পুলিশের কাছে যেতে পরামর্শ দেন। এরপর ১২ অক্টোবর আবার ওই নম্বর থেকে ওই মহিলা ফোন দিয়ে তাকে দেখা করার জন্য অনুনয় বিনয় করতে থাকেন। বাধ্য হয়ে শ্রাবণীর স্বামী সাইদুর রহমান সোহেল ওই মহিলাকে রজনীগন্ধা তেল পাম্পের কাছে দেখা করতে বলেন। এ সময় সোহেল তার প্রাইভেট কারে অফিস সহকারী রাকিবুল ইসলাম ও ক্যামেরা পার্সন মিঠুন চক্রবর্ত্তীকে সাথে নিয়ে ওই স্থানে পৌঁছান। অজ্ঞাতনামা সেই মহিলাও সেখানে আসেন। এক পর্যায়ে ওই মহিলার সাথে কথা বলার সময় একটা সিলভার কালারের হাইয়েস মাইক্রোবাসে সাদা পোশাকের ৭/৮ জন লোক এসে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে যশোর শহরের দিকে চলে যায়। সংবাদ সম্মেলনে শ্রাবণী আক্তার বলেন, এ ঘটনার পর তারর স্বামীকে তিনি অনেক খুঁজেছেন। কিন্তু কোথাও পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কোতয়ালি থানায় একটি অভিযোগ দিলেও সেটি এখনও পর্যন্ত মামলা বা জিডি হিসেবে রুজু করা হয়নি। এ অবস্থায় তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এজন্য তিনি তার স্বামীকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে অপহৃত সাইদুর রহমান সোহেলের বোন আয়েশা খাতুন, দুলাভাই সুমন হোসেন ও শিশু কন্যা অরিন উপস্থিত ছিল।