হাসপাতালে নবজাতকের লাশ ফেলে পালিয়ে গেলেন অভিভাবক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের শিশু-ওয়ার্ডে মৃত এক নবজাতকের ফেলে রেখে তার স্বজনরা পালিয়ে গেছে। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানিয়েছেন, নড়াইলের লোহাগড়ার মঙ্গল বিশ্বাস নামে এক ব্যক্তি ওই নবজাতকে বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে শান্তি বিশ্বাসের বাচ্চা বলে ভর্তি করেন। এ সময় নবজাতকের বয়স দেয়া হয় ১ ঘন্টা শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় ওই নবজাতকের মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক নুসরাত তাকে মৃত্যু ঘোষণা করেন। নবজাতকের ওজন ছিল ৯শ গ্রাম। নির্ধারিত সময়ের আগেই কম ওজন নিয়ে নবজাতকের জন্ম হয়েছে। এ জন্য তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক সেবিকা জানিয়েছেন।
এদিকে নবজাতকটির মৃত্যুর পর তার অভিভাবকরা কোন দায়িত্ব নেননি। ওয়ার্ডে নবজাতকটিকে মৃত অবস্থায় ফেলে রেখে অভিভাবকরা পালিয়ে যান। তাদের আর কোন ঠিকানা দেয়া হয়নি। মোবাইল নম্বরও উল্লেখ নেই ভর্তির টিকিটে। নবজাতকের ময়নাতদন্তে করার জন্য কোতয়ালী মডেল থানার এসআই সেকেন্দার আবু জাফর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় তাকে বেগ পেতে হয়। মোবাইল নম্বর না থাকায় তথ্য পেতে অভিভাবকদের সাথে যোগাযোগ করতে পারছিলেন না তিনি।