ট্রেনের ধাক্কায় নিহতদের ৩ জন একই পরিবারের

0

নড়াইল সংবাদদাতা॥ যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ও আহত প্রাইভেটকার যাত্রীদের পরিচয় মিলেছে। নিহতদের চার জনের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। নিহতরা হলেন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার মৃত সানাউল্লাহ ভূঁইয়ার ছেলে প্রকৌশলী হিরোক ভূঁইয়া (৩৪), মেয়ে শিল্পী খানম (৩২), হিরোক ভূঁইয়ার ভাই রনির মেয়ে রাইসা (৬)। নিহত অপরজন হিরোক ভূঁইয়ার বন্ধু রুপগঞ্জ-কুড়িগ্রাম এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম (৪২)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকাল ৪টা ৪৫ মিনিটে খুলনাগামী মহানন্দা ট্রেনটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। নিহত হিরোক ভূইয়ার বোনের মেয়ে (ভাগ্নি) মীম খানম জানান, মামা পরিবারের পাঁচ সদস্য এবং এক বন্ধুকে নিয়ে ডাক্তার দেখাতে শুক্রবার বেলা পৌনে চারটার দিকে নড়াইল থেকে নিজের প্রাইভেটকার যোগে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন। পরে সন্ধ্যায় শুনতে পান নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মামা, খালা, মামাতো ভাই এবং মামার এক বন্ধু মারা গেছেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, প্রাইভেটকার ও ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন মারা গেছেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার আরেকজনকে মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারের ছয় যাত্রীর মধ্যে চার জন মারা গেছেন। আহত দু’জন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।