করোনা পরিস্থিতি: যশোরে নতুন আক্রান্ত ১১ মোট আক্রান্ত ৪ হাজার ১৯

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে গতকাল যশোরে এক কিশোরসহ আরও ১১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪ হাজার ১৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮শ’ ২৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮ জনের। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (এনওডিএস) ডা. মো. রেহনেওয়াজ জানিয়েছেন, গতকাল যশোরে ৮৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর ভেতর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৮২টি এবং খুলনা মেডিকেল কলেজ হতে ৭টি রিপোর্ট রয়েছে। খুলনার রিপোর্টে কেউ করোনায় পজেটিভ না হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে আসা ৮২টি নমুনা পরীক্ষার রিপোর্টে ১১ জনের করোনা পজেটিভ। এর মধ্যে যশোর সদরে ১০ জন এবং শার্শায় ১ জন রয়েছেন। আক্রান্তদের ৯ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- শহরের ঘোপ এলাকার শাম্মী আক্তার (৩৬), ২৫০ শয্যা হাসপাতালের আশুরা, হাসপাতাল এমআর কিনিকের আয়া নড়াইলের লোহাগড়ার জেসমিন (২৭), বেজপাড়ার মো. মোস্তফা (৫৪), নীলগঞ্জের শুকুরজান (৫০), বকচরের রাজিয়া সুলতানা (৫০), ধর্মতলার সরোয়ার (৪০), রূপদিয়ার আশরাফুল ইসলাম (৩৮) ও এনায়েতপুরের রাকিবুল ইসলাম (১৪)। আক্রান্তদের মধ্যে ৮ জন হাসপাতালে এবং ১শ’ ৪৪ জন আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত যশোরে ৫৮ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ সংক্রমণে।
সিভিল সার্জন অফিসের উপজেলা পরিসংখ্যানে বলা হয়েছে, যশোরে মোট আক্রান্ত ৪ হাজার ১৯ জনের ভেতর সদরে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩শ’ ১৬ জন। মারা গেছেন ৩৭ জন। অভয়নগরের আক্রান্ত হয়েছেন ৪শ’ ৭৯ জন, মৃত্যু ৩ জন। অনুরূপভাবে চৌগাছায় আক্রান্ত হয়েছেন ১শ’ ৫৭ জন। মৃত্যুর সংখ্যা ৩ জন। বাঘারপাড়া উপজেলায় আক্রান্ত হয়েছে ১শ’ জন। মৃত্যু ১ জন। ঝিকরগাছা উপজেলায় ২শ’ ৬৫ জন ও মনিরামপুর উপজেলায় ১শ’ ৬২ জন করোনায় আক্রান্ত হলেও এ দু’টি উপজেলায় কেউ মৃত্যুর তালিকায় নেই। শার্শা উপজেলায় ২শ’ ৬৮ জন আক্রান্ত হয়েছেন। ২ জন মারা গেছেন। কেশবপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ২শ’ ৭২ জন। মারা গেছেন ২ জন। প্রথম দিকে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা কম ছিল।