জামিনে মুক্ত হয়ে শার্শায় জব্বার বাহিনী হামলা, যশোর এমএম কলেজের ছাত্রকে হত্যার চেষ্টা

0

স্টাফ রিপোর্টার ॥ জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর মাদক ব্যবসায়ী-সন্ত্রাসীরা যশোর সরকারি এমএম কলেজের এক ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। এ সময় গ্রামবাসীর হামলায় অপর এক সন্ত্রাসী গুরুতর আহত হয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম (২৮) বহিলাপোতা গ্রামের জজ মিয়ার পুত্র। তিনি যশোর সরকারি এমএম কলেজের ইসলামের ইতিহাস (সম্মান) মাস্টার্স শ্রেণির ছাত্র।
স্বজনরা জানিয়েছেন, একই গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি, জব্বার বাহিনীর প্রধান আব্দুল জব্বার বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে রবিউল ইসলামকে ডেকে একই গ্রামের আলী আকবরের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে আব্দুল জব্বার, জাহিদ, জুয়েল, খোকনসহ ১০/১২ জন সন্ত্রাসী রবিউল ইসলামকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এ সময় সংবাদ পেয়ে গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের ওপর পাল্টা হামলা চালায়। তখন সন্ত্রাসীদের সকলে পালিয়ে গেলেও জাহিদ (২৫) নামে এক সহযোগী সন্ত্রাসী ধরা পড়ে। এ সময় গ্রামবাসী জাহিদকে বেদম প্রহার করলে সেও আহত হয়। জাহিদ একই গ্রামের জয়নাল মাস্টারের পুত্র। পরে আহত কলেজছাত্র রবিউল ইসলাম ও জাহিদকে যশোর ২৫০ শয্যা হাসপতালে ভর্তি করা হয়।
স্বজনরা জানান, সন্ত্রাসী বাহিনী প্রধান জব্বার মাদক ব্যবসা করে। ভারত থেকে মাদকের বড় চালান আসে তার। সম্প্রতি পুলিশ তাকে আটক করে এবং আদালতের মাধ্যমে যশোর জেলহাজতে পাঠায়। তাকে পুলিশ ধরার ব্যাপারে রবিউল ইসলামের হাত আছে বলে জব্বার তাকে সন্দেহ করে এবং প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। গত ১১ অক্টোবর মাদক মামলায় জেল হাজত থেকে জামিনে মুক্তি পায় জব্বার বাহিনীর প্রধান আব্দুল জব্বার। জেল থেকে বের হয়ে সহযোগী সন্ত্রাসীদের নিয়ে রবিউলের ওপর এ হামলা চালিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। রবিউল শার্শার লক্ষণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।