যশোর নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূর জাহান ইসলাম নীরার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী প্রচারণার প্রথম থেকেই তিনি বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সচেতন মহলের অভিযোগ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের মধ্যে রয়েছে, নির্ধারিত সময়ের আগেই প্রচার মাইক বের করা, পথসভার নামে জনসভা করা তার পক্ষে দলীয় কর্মীর পত্রিকায় রঙিন বিজ্ঞাপন ছাপিয়ে নির্বাচনী প্রচারণা চালানো। সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রত্যেক প্রার্থী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারতেন। তবে কোন প্রার্থী রঙিন পোস্টার ব্যবহার করতে পারবেন না। নির্বাচনী পথসভা করা যাবে।
তবে সংশ্লিষ্ট সচেতন মহলের অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী নূর জাহান ইসলাম নীরার পক্ষে দুপুর ২টার অনেক আগেই মাইকে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে প্রথম পক্ষ থেকে। যশোর শহরের বিভিন্ন স্থানসহ চুড়ামনকাটি, নওয়াপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে সকাল ১০টার পর তার প্রচার মাইক বের হচ্ছে। আবার তিনি রামনগর ইউনিয়নের রাজারহাট বাজারে পথসভার নামে বিশাল জনসভা করেছেন। বুধবার সকালে অনুষ্ঠিত কথিত পথসভার বিশটির অধিক মাইক ব্যবহার করা হয়, বিশাল বড় বড় মঞ্চ ব্যবহার করা হয়। সেখানে নেতাকর্মীদের উপস্থিতি জনসমুদ্রে রূপ নেয়। সদর উপজেলা মৎস্যজীবী কথিত পথসভার আয়োজন করে। আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে রঙিন পোস্টার ব্যবহার না করলেও তার পক্ষে দলীয় কর্মী যশোরের স্থানীয় পত্রিকায় রঙিন বিজ্ঞাপন ছাপিয়ে নির্বাচন প্রচারণা চালিয়েছেন। এ সব বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির বলেন, এসব দৃশ্য আমার চোখে পড়েনি। প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনে তিনি জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করছেন তারাও কোন অভিযোগ করেননি।