খড়রিয়ায় সমবায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

নড়াইল অফিস॥ নড়াইলের কালিয়ায় উপজেলার খড়রিয়া সমবায় ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ধর্ষণবিরোধী মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে খড়রিয়ায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পিরোলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌস হোসেন বিশ্বাস। এর আগে সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধন হয়। এ সময় বক্তৃতা করেন ফাউন্ডেশনের নব নির্বাচিত সম্পাদক মো. তুহিন হোসেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখ প্রমুখ। এছাড়া সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলে ২ শ৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।