ফুলবাড়ীগেটে শ্রমিক সভা অনুষ্ঠিত

0

ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে মিলের শ্রমিক কলোনিতে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে এ সভায় বক্তৃব্য দেন ব্যক্তি মালিকানাধীন পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আমজাদ হোসেন , সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , ক্বারি আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন, শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী প্রমুখ।