করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে সুস্থতা কামনায় প্রার্থনা

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর মনিরামপুরের লেবুগাতী সার্বজনীন কালিমন্দিরে খুলনা বিভাগীয় শ্রী শ্রী লীলা কীর্তন সংঘের আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি’র আশু সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়েছে। বুধবার রাতে সনাতন ধর্মের ভক্তদের উপস্থিতিতে করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, তার স্ত্রী ও পুত্রের সুস্থতা কামনা করে এই প্রার্থনার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পূজা পরিষদ নেতা চিত্তরঞ্জন দাস। বক্তব্য রাখেন, চালুয়াহাটি ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি নিতাই পাল, ভোজগাতী পূজা পরিষদের সভাপতি ডা. শিবপদ দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন দাস, জেলা পূজা পরিষদের নেতা প্রদীপ দাস, নেপাল দাস ও মন্দিরের পুরোহিত সুবোল চন্দ্র ভট্টাচার্য্য। এসময় বিভাগীয় লীলা কীর্তন সংঘের সভাপতি সুবোধ কুমার দাস, সম্পাদক উজ্জ্বল পাল প্রমুখ উপস্থিত ছিলেন।