রোনালদোকে ছাড়াই দুর্দান্ত পর্তুগাল

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে খেলা হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই সুইডেনের বিপক্ষে সহজ জয় পেয়েছে পর্তুগাল। জুভেন্টাস উইঙ্গারের জায়গায় সুযোগ পাওয়া তরুণ উইঙ্গার ডিয়োগো জোতা করেছেন দুই গোল। তার আগে বের্নার্দো সিলভার লক্ষ্যভেদে ঘরের মাঠে পর্তুগিজরা জিতেছে ৩-০ গোলে। এতে নেশনস লিগের গ্রুপ ‘এ-থ্রি’র শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে ফের্নান্দো সান্তোসের দল। সুইডেন ম্যাচের আগেই দুঃসংবাদটা আসে পর্তুগাল ক্যাম্পে। করোনা পজিটিভ হয়েছেন রোনালদো। নেশনস লিগের আগের ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল পর্তুগাল। এর আগে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচটিও শেষ হয়েছিল গোলহীনভাবে। সেলেকাওদের জয়ের পথে ফিরতে সুইডেন ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু লিসবনের খেলার আগেই ছিটকে যান রোনালদো।
গত মাসে সুইডিশদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পাওয়া ২-০ গোলের দুটিই করেছিলেন রোনালদো। ঘরের মাঠের এবারের লড়াইয়ে তিনি না থাকলেও জয় পেতে কোনও অসুবিধা হয়নি পর্তুগালের। ২৩ বছর বয়সী তরুণ জোতার দুর্দান্ত পারফরম্যান্সে রোনালদোর অভাব টের পায়নি তারা। লিভারপুল উইঙ্গার সিলভাকে দিয়ে প্রথম গোল করানোর পর নিজে জাল খুঁজে পেয়েছেন দুইবার। চতুর্থ মিনিটে উইলিয়াম কালভালহোর হেড পোস্টে লেগে ফিরে আসায় পর্তুগালের ডাগ আউটে হতাশা তৈরি হয়, তবে সেটা আনন্দে রূপ নিতে বেশি সময় লাগেনি। ২১ মিনিটে জোতার পাস ধরে পর্তুগালকে এগিয়ে নেন সিলভা। যদিও খানিক পরই স্বাগতিকদের বুক কেঁপে উঠেছিল মার্কাস বার্গের শট পোস্ট কাঁপিয়ে দিলে। অবশ্য বিরতিতে যাওয়ার আগেই জোয়াও কানসেলোর পাস থেকে গোল করে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেন জোতা। দ্বিতীয়ার্ধের শুরুতে কিন্তু গোল শোধের ভালো সুযোগ তৈরি করেছিল সুইডেন। কিন্তু বার্গ ও ভিক্তর ক্লায়েসনের শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন পর্তুগিজ গোলকিপার রুই পাত্রিসিও। তবে সফরকারীদের শেষ আশাও শেষ হয়ে যায় শেষ বাঁশি বাজার ১৮ মিনিট আগে জোতা দ্বিতীয়বার জাল খুঁজে পেলে।