অর্থপাচারকারীদের বিষয়ে তথ্য চেয়ে ৫০ দেশে দুদকের চিঠি

0

লোকসমাজ ডেস্ক॥ বিদেশে অর্থ পাচার করা ব্যক্তিদের বিষয়ে তথ্য ও পাচারকৃত টাকা ফেরত আনতে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট-এমএলএআর দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কানাডা ও আমেরিকাসহ বিশ্বের পঞ্চাশটি দেশে এমএলএআর দেয়া হয়। গতকাল দুদকের সিনিয়র সচিব মোহাম্মদ দিলোয়ার বখ্‌ত এ তথ্য জানান। দুর্নীতি অনুসন্ধানেই এমন কার্যক্রম বলে তিনি মনে করেন। গেল বছর ক্যাসিনোকাণ্ডের ঘটনায় একের পর এক ব্যক্তির নাম বেরিয়ে আসে। তাদের অনেককে গ্রেপ্তারও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় এসব ব্যক্তির বিরুদ্ধে দুদকও অনুসন্ধান শুরু করে। তথ্য আসে সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের দুর্নীতিবাজরা অর্থপাচার করেছেন। এ বিষয়ে দুদকের সিনিয়র সচিব মোহাম্মদ দিলোয়ার বখ্‌ত বলেন, শুধু দুদকই এমএলএআর বিদেশে পাঠায় না। পৃথিবীর অন্য দেশও বাংলাদেশের কাছে তথ্য চায়। দুদক জানায়, আরো কয়েকটি দেশে এমএলএআর পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছে সংস্থাটি।