যশোর মৎস্যজীবী দল নেতা শামসুর রহমানের ইন্তিকাল # অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দের শোক

0

স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান গোলদার মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শহরতলী চাঁচড়া গোলদারপাড়া নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন ছেলে, চার ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শামসুর রহমান গোলদার চাঁচড়া ইউনিয়ন আট নাম্বার ওয়ার্ডে ২৫ বছর ধরে মেম্বারের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে বাসভবনে ছুটে যান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। গতকাল বাদজোহর চাঁচড়া গোলদারবাড়ি জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়াও উপস্থিত ছিলেন- হোটেল হাসান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাসান আলী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নূর-উন-নবী, নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী নল্লা, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন টিটো, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সমির, বিএনপি নেতা ও চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, জেলা মৎস্যজীবী হ্যাচারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফিরোজ খান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এদিকে, শামসুর রহমান গোলদারের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও শোক জানিয়েছেন- জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, তুষার মাহমুদ প্রমুখ।