যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে এই প্রথম আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এনআইসিইউ ও আইসিইউ চালু করা হয়েছে। শিশুদের নিওনেটাল আইসিইউ মিলে মোট ১৬টি বেড চালু করা হলো। আদ্-দ্বীন ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল প্রফেসর ডাঃ নাহিদ ইয়াসমিন গতকাল দুপুরে ফিতা কেটে এএনআইসিইউ ও আইসিইউ এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রফেসর নাহিদ ইয়াসমিন বলেন, একমাত্র খুলনা ছাড়া যশোরসহ আশপাশের জেলাগুলোতে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে মুমূর্ষু নবজাতক কিংবা মা’দের নিবিড় চিকিৎসা পরিচর্যার জন্য এনএনআইসিইউ কিংবা আইসিইউ বেড নেই। তাই, যশোরবাসীর উপকারার্থে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ শেখ মহিউদ্দিন যশোরে স্বল্প পরিসরে এ ধরনের উন্নত মানের সেবা চালু করেছেন।
প্রফেসর ডাঃ নাহিদ হাসান আরো বলেন, আগামীতে পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ চালু হলে সেখানে ব্যাপক পরিসরে চালু হবে আইসিইউ সুবিধা। তখন রেলরোডস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স হাসপাতালে কেবল মা ও নবজাতকদের জন্য এ সুবিধা অব্যাহত থাকবে। দক্ষ চিকিৎসক, টেকনিশিয়ানসহ প্রশিক্ষিত নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছে হাসপাতালে। তারা উন্নতমানের চিকিৎসা সেবা দেবেন। এতে যশোরবাসীর আর ঢাকা কিংবা খুলনায় যেতে হবে না। যশোরেই এ ধরনের চিকিৎসা সেবা পাওয়া যাবে। এ সময় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ শেখ মহিউদ্দিন এনআইসিইউ ও আইসিইউসহ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় প্রতিক্রিয়া জানতে চাইলে ডাঃ শেখ মহিউদ্দিন বলেন, আমি কিছুই না। আল্লাহর রহমত হয়েছে বলেই যশোরবাসীর জন্য সামান্য কিছু করা সম্ভব হয়েছে। এ কথা বলে তিনি জীপে চড়ে হাসপাতাল ত্যাগ করেন। দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে অবতরণ করেন। সেখান থেকে জীপে আসেন শহরের রেল রোডস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের উপ-পরিচালক ডাঃ শীলা পোর্দ্দার, শিশু বিশেষজ্ঞ কিশোর কুমার বিশ্বাস, আরএমও (শিশু) ডাঃ মশিউল হাসনাত, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এফএম মনজুর হাসান, ডাঃ এএসএম রিজওয়ান, সিনিয়র ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান, ব্যবস্থাপক, শাহিনা ইয়াসমিন, মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ রাশেদ আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।