যশোরে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। গতকাল দু’বছরের শিশুসহ নতুন করে আরো ১০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪ হাজার ৮ জন। আক্রান্তদের ভেতর ৩ হাজার ৭শ ৬৮ জন সুস্থ হয়েছেন। যশোর সিভিল সার্জন অফিসের এক পরিসংখ্যানে বলা হয়েছে, গতকাল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৫৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এ রিপোর্টে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ভেতর যশোর সদরে ৮ জন, অভয়নগর ও কেশবপুরে ১ জন করে ২ জন আক্রান্ত হন। আক্রান্তরা হচ্ছেন- যশোর উপশহর ২০২/সি ব্লকের দু’বছরের শিশু জালজান, তার মাতা মন্নুজান (৩৯), সুখেন মজুমদার (৫২), রেল রোডের মিতু (৩১), খড়কির খায়রুল আলম (৭৪), পুরাতন কসবার হাসান কবির (৩৬), কেশবপুরের রাজনগর গ্রামের আলেয়া (৬৫), অভয়নগরের গুয়াখোলা গ্রামের জোবায়ের (৩৬), জোহরপুরের আব্দুল বারী (৬০)। এদিকে, করোনা সন্দেহে মারা যাওয়া যশোর সদর উপজেলার কনেজপুর গ্রামের ১শ ১ বছর বয়সের বৃদ্ধ মনিরুজ্জামানের মৃত্যুর পর করোনা সনাক্ত হয়েছেন। গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৩টার যশোর ২৫০ শয্যা হাসপাতলের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছিল। এর আগের দিন বেলা ১১টার দিকে প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।