বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীর গণসংযোগ: হামলা হুমকি ধামকির পরও ধানের শীষের পক্ষে গণজোয়ার

0

স্টাফ রিপোর্টার ॥ শাসক দলের সন্ত্রাসীদের হামলা ও হুমকি ধামকির পরও বিএনপি প্রার্থী নূর-উন-নবীর ধানের শীষের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে অংশ নেয়া নেতা-কর্মী ও সমর্থকরা বলছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবে তারা এই নির্বাচনে অংশ নিয়েছে। কোন ষড়যন্ত্র, হামলা মামলা করে নির্বাচনের মাঠ থেকে তাদের সরানো যাবে না। বিএনপি প্রার্থী নূর-উন-নবী গতকাল বুধবার সকাল-বিকাল শহরে গণসংযোগ করেন। সকালে তিনি এইচএমএম রোডস্থ ফেন্সি মার্কেট, চুড়িপট্টি, কাপুড়িয়াপট্টি, স্বর্ণপট্টি, হাঁটচান্নিসহ বড় বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং ভোট ও দোয়া চান। বিকালে তিনি এমএম কলেজ, খড়কি কবরস্থান, পীরবাড়ি, চোরমারা দিঘিরপাড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
পৃথক দুটি গণসংযোগে অংশ নেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সহ-সভাপতি ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।