রেলগেটের এক নারীকে হত্যা অভিযোগে মামলা, আসামি ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার সোনালী খাতুন নামে এক নারীকে অপহরণ ও হত্যার অভিযোগে ৪ জনকে আসামি করে বুধবার আদালতে মামলা দায়ের হয়েছে। সোনালী খাতুনের মা জাহানারা বেগম জানু এই মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার অভিযোগটি আমলে নিয়েছেন। সেই সাথে আদালত এ সংক্রান্ত কোনো মামলা থানায় হয়েছে কি-না এবং মামলা হলে এর অগ্রগতিসহ প্রতিবেদন ১৫ দিনের মধ্যে দাখিলের জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দেন। ওই মামলার আসামিরা হচ্ছেন-খুলনা রূপসা থানার রাজাপুর গ্রামের আলহাদ হোসেন ও তার স্ত্রী আনজু বেগম এবং হারুন অর রশীদ ও তার স্ত্রী রোকেয়া বেগম।
রেলগেট পশ্চিমপাড়ার মুজিবর রহমানের স্ত্রী জাহানারা বেগমের অভিযোগ সূত্রে জানা গেছে, সোনালীর বিয়ে হয়েছিলো। তার চার বছরের একটি ছেলে সন্তান আছে। চলতি বছরের জানুয়ারি মাসে আসামিরা সোনালীকে যশোর শহরের রেলগেট এলাকা থেকে অপহরণ করে নিয়ে নিয়ে যায়। অনেক খোঁজখুঁজি করেও তার সন্ধানে ব্যর্থ হন স্বজনেরা। এর কয়েক মাস পর আসামিরা সোনালীর মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করেন। ফলে মেয়েকে ফেরত পাবার আশায় কাউকে কিছু না জানিয়ে জাহানারা বেগম প্রথমে উল্লিখিত আসামিদের ৪০ হাজার টাকা এবং পরে আরও ৭০ হাজার টাকা দেন। কিন্তু আসামিরা সোনালীকে ফেরত না দিয়ে খুলনায় আটকে রাখেন। সেখানে আসামিরা তাদের সহযোগীদের দিয়ে নির্যাতন ও ধর্ষণের ফলে সোনালী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা কাকে খুলনা মেডিকেল হাসাপাতালে ভর্তি করে পালিয়ে যান। পরে এ খবর পেয়ে সোনালীর মা হাসপাতালে গিয়ে মেয়েকে আইসিইউতে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোনালী মারা যান। এ ব্যাপারে চলতি বছরের ১৭ মার্চ খুলনা সোনাডাঙ্গ থানায় একটি অপমৃত্যু মামলা হয়। কিন্তু থানা পুলিশ নিয়মিত মামলা গ্রহণ না করায় বাদী আদালতের আশ্রয় নিয়েছেন।