খুলনা মহানগর বিএনপি নিম্নআয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করবে

0

খুলনা ব্যুরো ॥ খুলনা মহানগরীর সকল ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে পাঁচ হাজার মাস্ক বিতরণ করবে খুলনা মহানগর বিএনপি। আগামী শনিবার থেকে এ কার্যক্রম শুরু হবে। করোনায় আক্রান্তদের সেবায় গঠিত কলসেন্টারে অনুষ্ঠিত গতকাল বুধবারের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ৩৪টা ওয়ার্ডসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দের হাতে এই মাস্ক তুলে দেয়া হয়। কল সেন্টারের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, মুশার্রফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, স,ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আছাদুজ্জামান মুরাদ, রেহানা আক্তার, মহিবুজ্জামান কচি, শেখ সাদি, ইউসুফ হারুন মজনু, হাসিনুর রশীদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, এনামুল হাসান ডায়মন্ড,কাজী মাহমুদ আলী নাজিম উদ্দীন প্রমুখ। সভায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ বাংলাদেশে শুরুর আশঙ্কায় প্রস্তুতি গ্রহণ ও জনগণকে সচেতন করার ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভায় নাম প্রচারে অনিচ্ছুক একজন সমাজ সেবক ব্যবসায়ীর দেয়া ৪ হাজার মাস্ক, সাতক্ষীরার একজন ইউপি চেয়ারম্যনের দেয়া ১ হাজার মাস্ক ও তাবাসসুমের দেয়া ৬ হাজার টাকার অনুদান কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করা হয়।